সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১১

২০১২-২০৪০ টেকনোলজীর যেসব বিস্ময় অপেক্ষমান

২০১৬ সাল

*পৃথিবীর প্রথম মহাকাশ হোটেলঃ রাশিয়ান স্পেস গ্রুপ এনার্জিয়া, আমেরিকার সহায়তায় এই প্রজেক্টে কাজ করছে।

* ২০০ ডিভিডির ধারনক্ষমতা সম্পন্ন হলোগ্রাফিক ভার্সেটাইল ডিস্ক প্রতিস্থাপন করবে ব্লু রে ডিস্ক কে

২০১৭ সাল

* যৌগিক অনুর টেলিপোর্টেশন সম্ভব হবে

২০১৮ সাল

*বিজ্ঞানীরা পৃথিবির কেন্দ্র পর্যন্ত ক্ষনন করতে সক্ষম হবেন

* কম্পিউটার প্রতি সেকেন্ডে 1,000,000,000,000,000,000 টি হিসাব সম্পন্ন করবে, তখন নিশ্চয়ই বলা যাবে চাচা চৌধুরীর মস্তিষ্ক কম্পিউটারের মত প্রখর নয়!
* গাড়ি থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের সব যন্ত্রপাতি ইন্টারনেটে যোগাযোগের ক্ষমতা রাখবে আরএফআইডি চিপের কল্যানে

* ১০০ গিগাবাইট/সেকেন্ড ক্ষমতার ডাটা ট্রান্সফার ডিভাইস ইউএসবি ৩.০ কে প্রতিস্থাপন করবে
ভিডিও
* স্টেম সেল টেকনলজীর কারনে স্পাইনার কর্ড ইনজুরী সেরে যাবে নিমেষেই

* চালু হবে International Thermonuclear Experimental Reactor যা প্রায় অসীম ক্ষমতা সম্পন্ন দূষনমুক্ত এনার্জি তৈরী করতে সক্ষম হবে

২০২০ সাল

* সারা বিশ্বে ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা হবে ৫ বিলিয়ন
Brain Machine Interface Technology, আপনি চিন্তা করবেন আর সব লেখা হয়ে যাবে!
* হলোগ্রাফিক টেলিভিশন পৌছে যাবে ঘরে ঘরে

* মাইক্রোচিপ গুলো হবে প্রায় একটি পরমানুর আকারের (৪ ন্যানোমিটার)

* স্টেম সেল এর মাধ্যমে মানুষের শরীরের সব অঙ্গ কৃত্রিমভাবে তৈরী এবং প্রতিস্থাপন সম্ভব হবে

মূল ইংরেজী আর্টিকেল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন