গুগল ম্যাপ। ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার এক অনন্য নাম ! জিপিএস ছাড়া উন্নত বিশ্বের দৈনন্দিন জীবন অচল। কিন্তু আমাদের দেশে অবহেলিত! দেশের ডিজিটাল ম্যাপিং এর অবস্থা খুব করুন। অনেক দেশে শুধু ব্যবহারকারীদের অবদানের জন্য নগরীগুলো ডিজিটাল ম্যাপিং এর সবোর্চ্চ শিখরে পৌছেছে। কিন্তু আমাদের দেশে কনট্রিবিউটর খুব কম। চলুন আমরা সবাই দেশকে ডিজিটাল বানাতে অবদান রাখি, আর শিখে ফেলি কিভাবে ম্যাপ এডিট করতে হয়।
1. প্রথমে আপনার একটি জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট লাগবে। একাউন্ট না থাকলে এখান থেকে তৈরী করে নিন।
2. এবার গুগল ম্যাপ এডিটের এই লিংকে প্রবেশ করুন। http://www.google.com/mapmaker
এই রাস্তাটি বানাতে প্রথমে 1 চিহ্নিত বাটনে ক্লিক করুন। তারপর 2 বাটন থেকে Road সিলেক্ট করুন।
প্রয়োজনে জুম করে নিন। এরপর মাউস দিয়ে ক্লিক করে করে রোডটি বানিয়ে ফেলুন।
সিলেক্ট করা হলে কিবোর্ডের Enter বাটন চাপুন। 1 নং ঘরে রোড এর নাম দিয়ে Save করুন!
বিঃদ্রঃ (নিজের নামে কোন রাস্তা বানাবেন না, এটি নিষিদ্ধ)
(ব্যাস রোড তৈরী হয়ে গেল! রোডটি কিন্তু সরারি ম্যাপে প্রকাশ পাবেনা। আপনি নতুন ইউজার হলে একজন গুগল রিভিউয়ার আপনার ম্যাপটি রিভিউ করে তারপর পাবলিশ করে দেবে। সাধারণত 2-1 দিন সময় লাগে রিভিউ পেতে। ম্যাপটি পাবলিশ হবার সাথে সাথেই যে মোবাইলের গুগল ম্যাপে রোডটি দেকতে পারবেন না নয়, 10-15 দিন পর পর লেটেস্ট সব আপডেট কে ম্যাপে সিনক্রোনাইজ করা হয়, তখন মোবাইলে আপনার রোডটি বিশ্বের সবাই দেকতে পারবে।)
আগের মতই (1) মাউস দিয়ে প্রথমে এরিয়া সিলেক্ট করে দিন। এরপর (2) পার্কটির নাম দিয়ে দিন (3) এটি পার্কের এরিয়া না বিল্ডিং তা সিলেক্ট করুন (4) Save করুন।
বিঃদ্রঃ আপনার বাসা ম্যাপে যোগ করবেন না। এটি গুগল সমর্থন করেনা। মডারেটর ডিনাই করে দেবে, আপনার ম্যাপিং অ্যাকুরেসি রেটিং কমে যাবে। বিজনেস এরিয়া ও জনপ্রিয় স্থানগুলো যুক্ত করুন।
এবার Edit এ ক্লিক করুন। এখান থেকে Edit entire (রোডের নাম) এ ক্লিক করুন।
(1) এ রোডের নামটি প্রবেশ করান (2) সেভ করুন।
রোডটি ডিলেট করতে (1) সিলেক্ট বাটনে ক্লিক করুন, এরপর যেই রাস্তাটি ডিলেট করবেন তার উপর ক্লিক করুন। এবার (2) Edit মেনু থেকে Delete This এ ক্লিক করুন।
এবার রোডটি কেন ডিলেট করবেন তার কারণ সিলেক্ট করুন।
ব্যাস রোড ডিলেট হয়ে গেল!
ভালো থাকুন, সুস্থ থাকুন।
টিউটোরিয়ালঃ
গুগল ম্যাপ এডিট খুব সহজ কাজ! নেট ব্যবহার করতে জানেন এমন কেউ আলাদা কোন প্রশিক্ষণ ছাড়াই গুগল ম্যাপে অবদান রাখতে পারবেন।1. প্রথমে আপনার একটি জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট লাগবে। একাউন্ট না থাকলে এখান থেকে তৈরী করে নিন।
2. এবার গুগল ম্যাপ এডিটের এই লিংকে প্রবেশ করুন। http://www.google.com/mapmaker
ম্যাপ এডিটের বাটনগুলোর সাথে একনজরে পরিচিত হোন।
যেভাবে নতুন রাস্তা বানাবেনঃ
ধরুন আপনার বাসার পাশের রাস্তাটি গুগল ম্যাপে নেই, কিন্তু আপনি অ্যাড করে দিতে চাচ্ছেন। নিচে স্যাটেলাইট ভিউ থেকে একটি রাস্তা দেখা যাচ্ছে যেটি ম্যাপে নেই (আমরা অ্যাড করে দেব)এই রাস্তাটি বানাতে প্রথমে 1 চিহ্নিত বাটনে ক্লিক করুন। তারপর 2 বাটন থেকে Road সিলেক্ট করুন।
প্রয়োজনে জুম করে নিন। এরপর মাউস দিয়ে ক্লিক করে করে রোডটি বানিয়ে ফেলুন।
সিলেক্ট করা হলে কিবোর্ডের Enter বাটন চাপুন। 1 নং ঘরে রোড এর নাম দিয়ে Save করুন!
বিঃদ্রঃ (নিজের নামে কোন রাস্তা বানাবেন না, এটি নিষিদ্ধ)
(ব্যাস রোড তৈরী হয়ে গেল! রোডটি কিন্তু সরারি ম্যাপে প্রকাশ পাবেনা। আপনি নতুন ইউজার হলে একজন গুগল রিভিউয়ার আপনার ম্যাপটি রিভিউ করে তারপর পাবলিশ করে দেবে। সাধারণত 2-1 দিন সময় লাগে রিভিউ পেতে। ম্যাপটি পাবলিশ হবার সাথে সাথেই যে মোবাইলের গুগল ম্যাপে রোডটি দেকতে পারবেন না নয়, 10-15 দিন পর পর লেটেস্ট সব আপডেট কে ম্যাপে সিনক্রোনাইজ করা হয়, তখন মোবাইলে আপনার রোডটি বিশ্বের সবাই দেকতে পারবে।)
যেভাবে কোন জায়গা (পার্ক/অফিস/রেস্টোরা) বানাবেনঃ
প্রথমে 1 চিহ্নিত জায়গায় ক্লিক করে 2 নং থেকে যা বানাবেন তা সিলেক্ট করুন। এখানে আমি একটি পার্ক (Park) বানাবো।আগের মতই (1) মাউস দিয়ে প্রথমে এরিয়া সিলেক্ট করে দিন। এরপর (2) পার্কটির নাম দিয়ে দিন (3) এটি পার্কের এরিয়া না বিল্ডিং তা সিলেক্ট করুন (4) Save করুন।
বিঃদ্রঃ আপনার বাসা ম্যাপে যোগ করবেন না। এটি গুগল সমর্থন করেনা। মডারেটর ডিনাই করে দেবে, আপনার ম্যাপিং অ্যাকুরেসি রেটিং কমে যাবে। বিজনেস এরিয়া ও জনপ্রিয় স্থানগুলো যুক্ত করুন।
যেভাবে কোন রাস্তার নাম সংশোধন করবেনঃ
ধরুন আপনার এলাকার কোন রাস্তার নাম ভুলভাবে ম্যাপে রয়েছে। এটি সংশোধন করার জন্য (1) সিলেক্ট বাটনে ক্লিক করুন। এরপর যেই রাস্তাটি সংশোধন করবেন তার উপর ক্লিক করুন (2)। রাস্তাটি সিলেক্ট হয়ে যাবে।এবার Edit এ ক্লিক করুন। এখান থেকে Edit entire (রোডের নাম) এ ক্লিক করুন।
(1) এ রোডের নামটি প্রবেশ করান (2) সেভ করুন।
যেভাবে ভুল রোড ডিলেট করবেনঃ
ধরুন আপনার এলাকার কোন রোড ভুলভাবে ম্যাপে এসেছে. বা রোডটি নেই কিন্তু ম্যাপে আছে এবং আপনি ডিরেট করতে চাচ্ছেন (সতর্কতার সাথে ডিলেট করুন, কারণ আসল রোড ডিলেট করলে ব্যবহারকারীরা অসুবিধায় পড়বে)।রোডটি ডিলেট করতে (1) সিলেক্ট বাটনে ক্লিক করুন, এরপর যেই রাস্তাটি ডিলেট করবেন তার উপর ক্লিক করুন। এবার (2) Edit মেনু থেকে Delete This এ ক্লিক করুন।
এবার রোডটি কেন ডিলেট করবেন তার কারণ সিলেক্ট করুন।
ব্যাস রোড ডিলেট হয়ে গেল!
সতর্কতাঃ
- গুগল ম্যাপ এডিটে প্রচুর ডাটা খরচ হয়। প্রিপেইড ব্যবহারকারীগণ এক্ষেত্রে সতর্ক থাকবেন।
- নিখুঁত ও নির্ভুল তথ্য দিন, মনে রাখবেন আপনার দেয়া তথ্য হাজার হাজার মানুষের কাজে আসবে।
- নতুন ব্যবহারকারী হিসেবে আপনার এডিট সরাসরি প্রকাশিত হবেনা, কিছু সময় লাগবে।
- গুগল ম্যাপে আপনার এডিট প্রকাশ পেতে 10-15 দিন সময় লাগবে। (স্টাবল ভার্সনের জন্য)
ভালো থাকুন, সুস্থ থাকুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন