ঢাকা, ১৭ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেঙ্ সুন্দলপুর ক্ষেত্রে গ্যাসের সন্ধান পেয়েছে। গ্যাস স্তরটি রয়েছে ভূপৃষ্ঠ থেকে ১৪শ' মিটার গভীরে। আজ বুধবার সকাল ৮ টায় অনুসন্ধান কূপের পাইপলাইনে গ্যাস আসে বলে বাপেক্স সূত্রে জানা গেছে। এ গ্যাস ক্ষেত্রটি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের শাহাজাদপুর এলাকায় অবস্থিত।
এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর শীর্ষ নিউজ ডটকমকে বলেন, আমাদের গ্যাস অনুসন্ধান কাজের সফলতাস্বরূপ একটি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলো। তিনি বলেন, সুন্দলপুরে গ্যাস পাওয়া যাবে এ বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম। প্রথমে অধিক গভীরতার দুটি জোনে ব্যর্থ হয়ে কিছুটা হতাশ ছিলাম। কিন্তু তুলনামূলক কম গভীরতায় গ্যাসের সন্ধান পাওয়া আমাদের আশ্চর্য করছে। পেট্রোবাংলার চেয়ারম্যান আরো বলেন, বাপেক্স এখন এ কূপের গ্যাসের চাপ, মজুদসহ আনুষঙ্গিক বিষয়গুলো পর্যবেক্ষণ করছে। আজ পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে। বিকেলে এক সংবাদ সম্মেলনে গ্যাস ক্ষেত্র আবিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
দ্বি-মাত্রিক জরিপে গ্যাসাধারের সন্ধান পাওয়ায় ২০০৭ সালের অক্টোবরে সুন্দলপুরে তেল-গ্যাস অনুসন্ধানে কূপ খনন প্রকল্প গ্রহণ করে বাপেক্স। এ প্রকল্পে ৭৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় ধরা হয়। তবে রিগ সংকটসহ বিভিন্ন কারণে সময়মতো অনুসন্ধান কার্যক্রম চালানো সম্ভব হয়নি। অবশেষে গত বছরের নভেম্বরে কূপ খননের কাজ শুরু হয়। তবে ৩ হাজার মিটারের অধিক খননের পরও গ্যাসের লাভজনক স্তরের সন্ধান মেলেনি। অন্যদিকে রিগ তুলে আনার সময় ভূ-গর্ভের গভীরে পাইপ আটকে যায়। বাপেক্সে কর্মীদের নিরলস পরিশ্রমে কোনো দুর্ঘটনা ছাড়াই রিগটি সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে তুলনামূলক কম গভীরতায় বুধবার একটি গ্যাস স্তরের সন্ধান পায় বাপেক্স।
সর্বশেষ ২০০৪ সালের প্রথম দিকে বাপেক্স শ্রীকাইলে অনুসন্ধান কূপ খনন করে গ্যাস আবিষ্কারের ঘোষণা দিলেও সেটি ছিল মিথ্যা প্রচারণা।
(শীর্ষ নিউজ ডটকম/এইচআই/টিএইচ/১১:৫৪ঘ.)
এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর শীর্ষ নিউজ ডটকমকে বলেন, আমাদের গ্যাস অনুসন্ধান কাজের সফলতাস্বরূপ একটি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলো। তিনি বলেন, সুন্দলপুরে গ্যাস পাওয়া যাবে এ বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম। প্রথমে অধিক গভীরতার দুটি জোনে ব্যর্থ হয়ে কিছুটা হতাশ ছিলাম। কিন্তু তুলনামূলক কম গভীরতায় গ্যাসের সন্ধান পাওয়া আমাদের আশ্চর্য করছে। পেট্রোবাংলার চেয়ারম্যান আরো বলেন, বাপেক্স এখন এ কূপের গ্যাসের চাপ, মজুদসহ আনুষঙ্গিক বিষয়গুলো পর্যবেক্ষণ করছে। আজ পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে। বিকেলে এক সংবাদ সম্মেলনে গ্যাস ক্ষেত্র আবিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
দ্বি-মাত্রিক জরিপে গ্যাসাধারের সন্ধান পাওয়ায় ২০০৭ সালের অক্টোবরে সুন্দলপুরে তেল-গ্যাস অনুসন্ধানে কূপ খনন প্রকল্প গ্রহণ করে বাপেক্স। এ প্রকল্পে ৭৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় ধরা হয়। তবে রিগ সংকটসহ বিভিন্ন কারণে সময়মতো অনুসন্ধান কার্যক্রম চালানো সম্ভব হয়নি। অবশেষে গত বছরের নভেম্বরে কূপ খননের কাজ শুরু হয়। তবে ৩ হাজার মিটারের অধিক খননের পরও গ্যাসের লাভজনক স্তরের সন্ধান মেলেনি। অন্যদিকে রিগ তুলে আনার সময় ভূ-গর্ভের গভীরে পাইপ আটকে যায়। বাপেক্সে কর্মীদের নিরলস পরিশ্রমে কোনো দুর্ঘটনা ছাড়াই রিগটি সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে তুলনামূলক কম গভীরতায় বুধবার একটি গ্যাস স্তরের সন্ধান পায় বাপেক্স।
সর্বশেষ ২০০৪ সালের প্রথম দিকে বাপেক্স শ্রীকাইলে অনুসন্ধান কূপ খনন করে গ্যাস আবিষ্কারের ঘোষণা দিলেও সেটি ছিল মিথ্যা প্রচারণা।
(শীর্ষ নিউজ ডটকম/এইচআই/টিএইচ/১১:৫৪ঘ.)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন