বুধবার, ১৭ আগস্ট, ২০১১

গুগল ক্রোম থেকে যে কোনো ওয়েব পেজকে PDF ফরম্যাটএ রূপান্তরিত করুন খুব সহজেই

অনেক দিন ধরে টিউন করা হয় না। তাছাড়া টেকটিউনসের সার্ভার অনেক দিন ধরে ডাউন থাকায় টেঁকটিউনে লগিনও করতে পারিনি, তাই আপনাদের খুব মিস করছিলাম। তাই ভাবলাম আপনাদের জন্য একটি টিউন করি। হতে পারে যে বিষয়টি নিয়ে আমি টিউন করতে যাচ্ছি সেটা অনেকেরই জানা। তবুও নতুন যারা আছে তাদের জন্য লিখছি, যদি তাদের সুবিধা হয়।
আজ আমি দেখাবো কী করে আপনার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কোনো ওয়েব পেজকে পিডিএফ ফরম্যাটে রূপান্তরিত করতে পারবেন।
প্রথমে এখান থেকে গুগল ক্রোম এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন।
  • প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজার খুলুন এবং যেকোনো একটি ওয়েবপেজ খুলুন। যেমন আমি এখানে গুগল.কম কে বেছে নিয়েছি।
  • তারপর পেজটি সম্পূর্ণ লোড হয়ে গেলে আপনার কিবোর্ড থেকে CTRL+P প্রেস করুন।
  • তারপর উপরের ছবির মতো একটি নতুন ট্যাব খুলবে যার টাইটেলে Print Preview লেখা থাকবে।
  • আপনি পিডিএফ ডকুমেণ্টটি সাদাকালো চাইলে Black and White অপশনে মার্ক করুন। আর কালার চাইলে Color অপশনে মার্ক করুন।
  • আপনি চাইলে Layout বদলাতে চাইলে অপশনে গিয়ে Portrait অথবা Landscape অপশনে মার্ক করুন।
  • এরপর ডানদিকে ডকুমেণ্টের ওপর রাইট ক্লিক করে Save as… অপশনে ক্লিক করুন।
  • ক্লিক করার পর যে নতুন উইন্ডো খুলবে তাতে ডকুমেণ্টের নাম লিখে সেভ করুন।

তারপর যেকোনো ভালো পিডিএফ রিডার দিয়ে আপনার সেভ করা ডকুমেণ্টটি খুলুন। ব্যাস হয়ে গেল।
ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন