জয়পুরহাটের কালাইয়ে এক কেজি কাঁচা মরিচ কিনতে কৃষকদের এক মণ আলু বিক্রি করতে হচ্ছে। আর এক কেজি বেগুন কিনতে বিক্রি করতে হচ্ছে আধা মণ আলু। আজ বুধবার স্থানীয় বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২২০ টাকা এবং প্রতি কেজি বেগুন ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। অন্যদিকে প্রতি মণ মাঝারি আকারের গ্যানোলা জাতের আলু বিক্রি হয়েছে সর্বোচ্চ ২২০ টাকা দরে। এ অবস্থায় এক মণ আলুর মূল্যের বিনিময়ে এক কেজি কাঁচা মরিচ কিনতে হয়েছে কৃষকদের। আর এক কেজি বেগুন কিনতে লেগেছে ২০ কেজি আলু বিক্রির টাকা।
বালাইট গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘বাজার-খরচ করার জন্য হাটে দেড় মণ আলু বিক্রির জন্য এনেছিলাম। সাকুল্যে ৩৩০ টাকা পেয়েছি। এ টাকায় এক কেজি কাঁচা মরিচ ও আধা কেজি বেগুন মিলেছে।’
কালাই হাটের সবজি-বিক্রেতা আখের আলী বলেন, ‘বৃষ্টির কারণে কাঁচা মরিচ ও বেগুনের সরবরাহ কমে যাওয়ায় কয়েকগুণ দাম বেড়েছে।’
বালাইট গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘বাজার-খরচ করার জন্য হাটে দেড় মণ আলু বিক্রির জন্য এনেছিলাম। সাকুল্যে ৩৩০ টাকা পেয়েছি। এ টাকায় এক কেজি কাঁচা মরিচ ও আধা কেজি বেগুন মিলেছে।’
কালাই হাটের সবজি-বিক্রেতা আখের আলী বলেন, ‘বৃষ্টির কারণে কাঁচা মরিচ ও বেগুনের সরবরাহ কমে যাওয়ায় কয়েকগুণ দাম বেড়েছে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন