সোমবার, ২৯ আগস্ট, ২০১১

পা নেই, তাতে কী!

কৃত্রিম পায়ে এগিয়ে চলেছেন পিস্টোরিয়াস (বাঁয়ে) কৃত্রিম পায়ে এগিয়ে চলেছেন পিস্টোরিয়াস (বাঁয়ে)
ছবি: রয়টার্স
দুই পায়ের কোনোটিই নেই। কথাটি রূপক নয়, আক্ষরিক অর্থেই। দুটি পা-ই হারিয়েছেন জন্মের সময়। ১১ মাস বয়সে অকেজো হয়ে যাওয়া পায়ের হাঁটুর নিচের অংশটুকু কেটে ফেলা হয়। তবু কার্বন-ফাইবারের কৃত্রিম পা লাগিয়ে অস্কার পিস্টোরিয়াস ট্র্যাক মাতিয়ে চলেছেন। পেয়েছেন ‘ব্লেড রানার’ উপাধি। দেগু বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে পিস্টোরিয়াস ইতিহাস গড়েছেন—এ প্রথম ‘সক্ষম’ অ্যাথলেটদের সঙ্গে বিশ্ব আসরে লড়াইয়ের ইতিহাস!
বিস্ময়ের এখানেই শেষ নয়। সব প্রতিবন্ধকতা জয় করে ‘পা হীন বিশ্বের দ্রুততম মানব’ পিস্টোরিয়াস চলে গেছেন ৪০০ মিটার স্প্রিন্টের চতুর্থ রাউন্ডে! তৃতীয় রাউন্ডের বাধা টপকাতে ২৪ বছর বয়সী এই স্প্রিন্টার সময় নিয়েছেন ৪৫.৩৯ সেকেন্ড।
পদক জেতা না-জেতা পরের কথা। পিস্টোরিয়াস যে লড়াকু মানসিকতা দেখিয়ে যাচ্ছেন, তাতে মনে হচ্ছে একটা জয় তিনি পেয়েই গেছেন। ওয়েবসাইট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন